কিভাবে ফাউন্ডেশন নির্বাচন করবেন ?

মেকআপ করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ থাকে ফাউন্ডেশন যেটা ছাড়া আপনার মেকআপ অসম্পূর্ণ। ফাউন্ডেশন এমন একটা প্রোডাক্ট যা আপনার সৌন্দর্যকে আরও খানিকটা তুলে ধরতে পারে, আবার প্রয়োজনে কিন্তু এর উল্টোটাও হতে পারে। মেকাপের জন্য ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা পারফেক্ট হওয়া প্রয়োজন। ফাউন্ডেশনের টেক্সচার অনুযায়ী মেকআপ হালকা বা ভারী হতে পারে। তাই সুন্দর প্রাণবন্ত মেকআপ লুক পেতে অবশ্যই সঠিক ফাউন্ডেশন ও শেড বেছে নিতে হবে।

মনে রাখা প্রয়োজন ফাউন্ডেশনের কাজ কিন্তু স্কিন টোন পরিবর্তন করা নয়, বরং আপনার সৌন্দর্যে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। তাই আপনার স্কিন টোন অনুযায়ী সেটা নির্ধারণ করতে হবে।

ফাউন্ডেশন নির্চনের ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখতে হয়।

প্রথমত  – স্কিন টোন অনুযায়ী – ত্বকের আন্ডারটোন অনুযায়ী 

দ্বিতীয়ত – স্কিন টাইপ অনুযায়ী – তৈলাক্ত, শুষ্ক ও সংমিশ্রণ

ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে আপনার টোন কেমন সেটা বুঝতে পারাটা বেশ গুরুত্বপূর্ণ দিক। ৩ ধরণের টোন হয়ে থাকে।

কুল বর্ণ / Cool Tone : আপনার শিরা নীল, গোলাপি অথবা লালচে বর্ণের হলে, আপনার টোন শীতল (কুল) বর্ণের আর আপনার ফাউন্ডেশনও এই বর্ণের হওয়া উচিত।

ন্যাচারাল বর্ণ / Neutral Tone : শিরার রং যদি নীল আর জলপাইয়ের মিশ্র হয়, তাহলে আপনি স্বাভাবিক বর্ণের।

হলুদ বা উষ্ণ বর্ণ / Warm Tone: জলপাই আর হলুদাভ শিরার যদি হয় তাহলে আপনার বর্ণ হলুদ বা উষ্ণ (ওয়ার্ম)। ফাউন্ডেশনের শেডের নাম ও বিবরণ লেখা দেখে বেছে বীতে হবে সঠিক বর্ণের ফাউন্ডেশন।

ফাউন্ডেশন বেছে নিবেন আলোর মধ্যে এবং আপনার চোয়ালের অংশে লাগিয়ে আপনার স্কিনটোন অনুযায়ী শেড পেয়ে যাবেন। ফাউন্ডেশন এপলাই করে বুঝার চেষ্টা করবেন আপনার ত্বকের সাথে শেডটি মানানসই হচ্ছে কিনা। এভাবে সহজেই আপনার স্কিনটোনে অনুযায়ী কাঙ্খিত শেডটি খুঁজে পাবেন। কখনোই নিজের ত্বকের চেয়ে হালকা রঙের ফাউন্ডেশন নির্বাচন করবেন না।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top