গরমের সময় চুল গরমে বা রোদে পুড়ে লালচে হয়ে রুক্ষ নষ্ট হয়ে যায়। চুলের স্বাভাবিক আবরণ ও চুলের মসৃণতা বজায় রাখতে ঘরে সহজ উপায়ে তৈরী করে নিতে পারেন বিশেষ হেয়ার প্যাক।
যা যা লাগবে:
পাকা কলা
আমলকীর রস
মধু এবং
মেথি গুঁড়া
কিভাবে মিক্স করবেন:
উপকরণগুলাসব একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। চুলের গুঁড়া থেকে আগে পর্যন্ত লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করে ভালো করে ধুয়ে নিতে হবে। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
এই প্যাকটি একই সঙ্গে চুল নরম করে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে।
এছাড়া, সপ্তাহে ২/৩ বার বিশেষ উপায়ে তেল ব্যবহার করে উপকৃত হতে পারেন। তেলের সঙ্গে আমলকীর রস মিশিয়েও চুলে লাগাতে পারেন। এটিও চুলের জন্য বেশ উপকারী। আমলকীর রস ও নারকেল তেল একসঙ্গে জ্বাল দিয়ে সারা রাত চুলে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমাতে সাহায্য করবে।