ঘরে বসেই চুল ও ত্বকের যত্ন

ঘরে বসেই ৫ উপাদান দিয়ে চুল ও ত্বকের যত্ন

সারাদিনের কর্ম ব্যস্ততার পর নিজের জন্য খানিকটা সময়ে হাতের কাছে থাকা কিছু উপাদান প্রাকৃতিকভাবেই আপনার ত্বক ও চুল রাখতে পারে সুন্দর। এগুলো যেমন একদমই সাশ্রয়ী, তেমনি নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও।

দুধ
চমৎকার ক্লিনজার হিসেবে দুধ অতুলনীয়। দুধে তুলা ডুবিয়ে ত্বকে চেপে চেপে লাগান। এটি যেমন লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করবে, তেমনি ত্বক করবে উজ্জ্বল ও নরম।

কফি
ত্বকে বলিরেখা পড়তে দেয় না কফি। ৩ টেবিল চামচ কফির সঙ্গে ১ চা চামচ দুধ ও পপি সিড মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি স্ক্রাবিং করতে ত্বক ও দূর করবে ত্বকে জমে থাকা মরা চামড়া।

কফির লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে কালো ও ঝলমলে।

টমেটো
ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে টমেটো। টমেটোর রস লাগান ত্বকে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। টমেটো চাকা করে কেটেও ঘষতে পারেন ত্বকে। আবার বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করা যায় টমেটোর রস।

কমলা
ভিটামিন সি সমৃদ্ধ কমলা ও কমলার খোসা কাজে লাগাতে পারেন ত্বকের যত্নে। এটি রোদে পোড়া দাগ ও ত্বকের অন্যান্য কালচে দাগ দূর করতে কার্যকর। কমলার রসের সঙ্গে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্যাকে।

টক দই
দই ও ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল বাড়বে দ্রুত।

দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। পাবেন উজ্জ্বল ত্বক।

Shopping Cart
Scroll to Top