সহজে চুলের দু মুখো সমস্যা নিয়ে চিন্তিত? কিভাবে সমাধান ও সচেতনে করা যায় ?
চুলের দু মুখো বা চুলের আগা ফাটার কারণসমূহ
চুলের দু মুখো বা চুলের আগা ফেটে যায় কিছু অজানা কারণে ।
গোসলের পর চুল শুকানোর জন্য হেয়ার ড্রাই ব্যাবহার
চুলে বিভিন্ন জেল , রাসায়নিক দ্রব্যাদি ব্যাবহার করা
অতিরিক্ত সেম্পু ব্যাবহার করা
অতিরিক্ত চুল স্ট্রেইট মেশিন দিয়ে স্ট্রেইট করা
রিবাউন্ডিং চুল
অতিরিক্ত চুল কালার করা
শরীরে পুষ্টির অভাবে চুলের আগা ফেটে যায়।
করণীয়
চুলের আগা ফেটে যেতে দেখা সাথে সাথেই ফেটে যাওয়া অংশ কেটে ফেলতে হবে।
চুলের আগা গোড়া নারিকেল তেল দিয়ে ভালো ভাবে মেশেজ করুন।
বাদামের তেল, অলিভ ওয়েল (যে কোন একটি) দিয়ে ভালো করে মেসেজ করুন ।
ক্ষারমুক্ত শ্যাম্পু চুলের জন্য ভালো।
ঘরোয়া প্যাক
ঘরোয়া প্যাক তৈরি করে লাগিয়ে নিতে পারেন।
উপাদান:
১টি ডিমের সাদা অংশ
৩ টেবিল চামচ অলিভ ওয়েল
১ টেবিল চামচ মধু
সব উপকরণ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। তারপর চুলের বিভিন্ন অংশে লাগিয়ে নিতে হবে ।২০/৩০ মিনিট লাগিয়ে রাখুন তারপর চুল ধুয়ে ফেলুন।
এতে চুল হবে মশৃন ও স্লিকি