আমাদের অনেকর চোখের নিচে কালো দাগ হয়ে থাকে। একে ডাকসার্কেলস বলা হয়।
বিভিন্ন কারণে ডাকসার্কেলস হয়ে থাকে
পযাপ্ত ঘুমের অভাবে
চোখ শুকিয়ে গেলে
বয়স বৃদ্ধির কারণে
দুশ্চিন্তা জনিত কারণে
বংশগত কারণে
প্রাকৃতিক উপাদান দিয়ে ঘোরোয়া উপায়
শশা হচ্ছে শূষ্ক ত্বকে পূর্নরায় সজিবতা ফিরে পেতে সাহায্য করে। ১টি শশাকে গোল গোল করে কেটে নিতে হবে। কেটে নেয়া শশা গুলো ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে হবে । তারপর চোখের ওপর ১০/১৫ মিনিট রেখে দিন।পরে তা পানি দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন দিনে ২ বার ব্যাবহার করুন ১ সপ্তাহের মধ্যে কলোদাগ দূর হবে।
গোলাপ জল: প্রতিদিন দিনে ১ বার ব্যাবহার করুন । একটি পরিষ্কার ছোট বাটিতে অল্প গোলাপ জল নিয়ে সুতির পরিষ্কার নরম কাপড় বা পরিষ্কার তুলা গোলাপ জলে ভিজিয়ে চোখের নিচের কালো অংশে ১৫/২০ মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিয়মিত ব্যবহারে উপকার পাওয়া যায় ।