ঋতু পরিবর্তন মানেই আবহাওয়ার পরিবর্তন যা স্বভাবতই আমাদের ত্বক রুক্ষ করে তুলে। তার মধ্যে পায়ের গোরালি ফেটে যাওয়া একটা কমন সমস্যা
তাই ঘরে বসে ঝটপট সমাধান করে নিন
উপাদান সমূহ:
বাজারে বিভিন্ন প্রেট্রলিয়াম জেলি পাওয়া যায়। শীত কালে বেশি পাওয়া যায়।
প্রথমত লাগবে প্রেট্রলিয়াম জেলি । তার পর লাগবে লেবু।
এ দুটো উপাদান একটি বাটিতে প্রেট্রলিয়াম জেলি পরিমান মতো আর লেবুর রস নিন।
ভালোভাবে দুটি উপাদান মিশান।
তার,আগে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন ৫/৮ মিনিট।
রাতে ঘুমানোর আগে লেবু আর জেলির
মিশ্রনটি পা ফাটা যায়গায় লাগান তারপর মোজা পড়ে ঘুমান।
সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে নিন।