মাত্র ২ টি উপাদানে পা ফাটা দাগ দূর করুন

ঋতু পরিবর্তন মানেই আবহাওয়ার পরিবর্তন যা স্বভাবতই আমাদের ত্বক রুক্ষ করে তুলে। তার মধ্যে পায়ের গোরালি ফেটে যাওয়া একটা কমন সমস্যা

তাই ঘরে বসে ঝটপট সমাধান করে নিন

উপাদান সমূহ:
বাজারে বিভিন্ন প্রেট্রলিয়াম জেলি পাওয়া যায়। শীত কালে বেশি পাওয়া যায়।
প্রথমত লাগবে প্রেট্রলিয়াম জেলি । তার পর লাগবে লেবু।
এ দুটো উপাদান একটি বাটিতে প্রেট্রলিয়াম জেলি পরিমান মতো আর লেবুর রস নিন।
ভালোভাবে দুটি উপাদান মিশান।
তার,আগে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন ৫/৮ মিনিট।
রাতে ঘুমানোর আগে লেবু আর জেলির
মিশ্রনটি পা ফাটা যায়গায় লাগান তারপর মোজা পড়ে ঘুমান।
সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে নিন।

Shopping Cart
Scroll to Top