হাল্কা আইব্রুকে ঘন করার ঝটপট উপায়

আমাদের অনেকের ই আই ব্রু খুবই পাতলা। দেখতে ও ভালো দেখায় না। ঘন আই ব্রু দেখতে আকর্ষণীয় ও রূপের সৌন্দর্য বাড়ায়। মন খারাপ করার কিছু নেই। ঝটপট আইব্রো এর যত্ন নিন ঘরে বসেই ।

পেঁয়াজের রস:
পেঁয়াজে আছে সালফার, মিনারেল, ভিটামিন, যা চুল গজাতে সহায়তা করে। তাই পেঁয়াজ বেটে পেঁয়াজের রস ব্রূ তে লাগিয়ে নিন। শুকনো পর লেবুর রস দিয়ে ধুয়ে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন একবার আই ব্রূ ব্রাশ দিয়ে ব্রু আচরাতে হবে। এতে আই ব্রু ঝটপট বড় হবে। খেয়াল রাখতে যাতে চোখে পেঁয়াজ বা পেঁয়াজের রস না লেগে যায়।

অ্যালভেরা:
আমাদের সবার বাসা বাড়িতে অ্যালভেরা
গাছ আছে। এটা সপ্তাহে ১দিন অ্যালোভেরা কেটে এর ভেতরের জেল লাগিয়ে নিতে পারেন। এটা আপনার চোখের আসেপাশের যায়গা মসৃণ করবে। এতে চোখের নিচের আসে পাশে কালো দাগকে ও দূর করবে।

ক্যাস্টর অয়েল
রাতে ঘুমানোর আইব্রু তে আগে নিয়মিত ক্যাস্ট্রিল এপ্লাই করলে ভালো ফলাফল ওয়েব যায়। অল্প দিনের মধ্যে আইব্রা গজায়।

Shopping Cart
Scroll to Top