আমরা অনেকেই হিজাব পরিধান করে থাকি । অনেকে অফিস , স্কুল, কলেজে ও যায় । তাই তাদের জন্যে সারাদিন যেহেতু হিজাব পরিধান করতে হয় এর ফলে মাথায় অনেক ঘাম হয় , এই ঘাম থেকে মাথা য় খুশকি হতে পারে, অনেক সময় মাথার গোড়ায় চটচটে ভাব লক্ষ্য হয়
কিছু সহজ ও ঘোরোয়া টিপস যা ঝটপট ফলো করে আপনার চুলকে সুন্দর ও পরিপাটি রাখুন।
কখনোই ভেজা চুলে হিজাব পরিধান করবেন না। (এর ফলে মাথা ব্যথা, চুলে উকুন, খুশকি হবে।) চুল ভালোভাবে মুছে শুকিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিবেন। তারপর হিজাব পরিধান করবেন।
সবসময় সুতির , পাতলা আরামদায়ক যা আপনার মাথা তাপমাত্রা সহজে আদান-প্রদান করতে পারে এরকম নরম কাপড় পড়িধান করুন।
(গ্ৰীষ্ম কালে এরকম হিজাব ব্যাবহার করুন)
বাহিরে থেকে বাসায় আসার পর মাথার চুলের গোড়ায় ফেনের বাতাসে ঘাম
শুকিয়ে নিন।
হিজাব পরিধান করার আগে চুল হালকা ভাবে বাঁধবেন । বেশি জোর শক্ত করে বাঁধলে চুল ঝরে চুলের আগা ফেটে যায়।
সাপ্তাহিক যত্ম:
সাপ্তাহে ছুটির দিনে বাসায় কিছু হেয়ার প্যাক তৈরি করে লাগাতে পারেন। রাতে মেথি পানিতে ভিজিয়ে গোসলের আগে লাগাতে পারেন। ৪টেবিল চামচ মেথি বাটা র সাথে নারিকেলর দুধ মিশিয়ে সমর্পণ চুলের গোড়ায় লাগিয়ে নিন ২০ মিনিট পর সেম্পু দিয়ে ধুয়ে নিন।
তেলের মালিশ করতে পারেন :
বাজারে বিভিন্ন তেল পাওয়া যায় লাগাতে পারেন বা ঘরে তৈরি করে নিতে পারেন ।
১চামচ মেথি র সাথে নারিকেল তেল মিশিয়ে সারারাত রেখে দিন তারপর মাথায় তেল ভালো ভাবে মালিশ করুন । এতে আপনার মাথার রক্ত চলাচল করতে সাহায্য করবে । মেথিতে আছে প্রোটিন,আয়রন, ভিটামিন যা আপনার চুলকে বাড়তে সাহায্য করবে। মেথির আরেকটি গুন হলো মাথা ঠান্ডা করে।
অবশ্যই সাপ্তাহে ২দিন পর পর সেম্পু ব্যাবহার করুন।
হিজাব ব্যবহারকারি মেয়েদের জন্য হেয়ার কেয়ার


