কিভাবে ঠোঁট এক্সফলিয়েট করা যায়?

বহু কারণে ঠোঁটের রঙ নিষ্প্রাণ হয়ে যেতে পারে। যার মাঝে রয়েছে পুষ্টিকর খাদ্যের অভাব ও পানি শূন্যতার পাশাপাশি আছে সঠিক যত্নের অভাব।

প্রথমে জানতে হবে লিপ্স এক্সফলিয়েট বলতে কি বোঝায়?

ঠোঁটের সঠিক যত্নের অভাবে ঠোঁটের উপর মৃতকোষের বা মরা চামড়ার প্রলেপ পরে। এর ফলে ঠোঁট ডিহাইড্ৰেট হয়ে যায়। এতে করে ঠোঁট কালচে ও শুষ্ক হয়ে উঠে। এধরণের সমস্যার সম্মুখীন আমরা সব ঋতুতেই হতে পারি। এজন্য ঠোঁটের জন্যেও প্রয়োজন পরে আলাদা বিশেষ যত্ন। মৃতকোষ দূর করার জন্য আমরা যে বিশেষ উপায় বা যত্ন করে থাকি সেটাই হলো লিপ স্ক্রাবিং বা এক্সফলিয়েট করা।

লিপ স্ক্রাবিং বা এক্সফলিয়েট করা যায়?

বিভিন্ন ব্র্যান্ডের লিপ স্ক্রাব পাওয়া গেলেও, ঘরোয়া কিছু উপাদান দিয়েও সহজেই তৈরি করে নেওয়া যাবে লিপ স্ক্রাব।

বাড়িতে থাকা মাত্র ৩টি  উপাদান দিয়ে ঠোঁট এক্সফলিয়েট করা যায় সহজেই যা দারুণ কার্যকরি।

চিনি -৩ চামচ

মধু -১ চামচ

লেবুর রস -১ চামচ

সকল উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে  অবশ্যই চিনি যেন গলে না যায়। ঠোঁট পানিতে ভিজিয়ে নিয়ে স্ক্রাবটি আঙুলের সাহায্যে ঠোঁটে আলতোভাবে ম্যাসাজ করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে ঠোঁটে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং মৃতকোষ দূর হয় । ৫-৮ মিনিট ম্যাসাজ শেষে ঠোঁট ধুয়ে লিপ বাম ব্যবহার করতে হবে। এতে ঠোঁট হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃন।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top